News71.com
 Bangladesh
 01 May 25, 10:49 AM
 165           
 0
 01 May 25, 10:49 AM

মুক্তবাণিজ্য এলাকা স্থাপনে জাতীয় কমিটি গঠন॥

মুক্তবাণিজ্য এলাকা স্থাপনে জাতীয় কমিটি গঠন॥


নিউজ ডেস্কঃ দেশে মুক্তবাণিজ্য এলাকা বা ফ্রি ট্রেড জোন (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের মধ্যেই এই মুক্তবাণিজ্য এলাকা স্থাপনের ঘোষণা আসতে পারে। ইতিমধ্যে এফটিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিশ্বের অন্যান্য দেশের সংশ্লিষ্ট আইন, প্রণোদনা, মডেল প্রভৃতি পর্যালোচনার জন্য জাতীয় কমিটি গঠন করা হয়েছে । ২১ এপ্রিল এই কমিটি গঠন করা হয়। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

সংস্থাটি জানায়, অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন, অর্থনীতি ও রপ্তানিতে বৈচিত্র্য আনা ও আঞ্চলিক উন্নয়নসহ নানা কারণে বর্তমান বিশ্বে মুক্তবাণিজ্য এলাকা (এফটিজেড) জনপ্রিয়তা পাচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে এফটিজেড স্থাপনের বিষয়টি পর্যালোচনা করতে বেজার উদ্যোগে আট সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়েছে । কমিটির সভাপতি বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন)। সদস্যসচিব বেজার পরিচালক (ওএসএস ও সমন্বয়)। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), শিল্প মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে একজন করে প্রতিনিধি থাকবেন এই কমিটিতে। এই কমিটির কাজ সার্বিকভাবে তত্ত্বাবধান করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন