News71.com
 Bangladesh
 29 Apr 25, 06:33 PM
 236           
 0
 29 Apr 25, 06:33 PM

রাখাইনে করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি॥স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবে সরকার

রাখাইনে করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি॥স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবে সরকার

নিউজ ডেস্কঃ গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে ‘একটি হিউম্যানিটারিয়ান প্যাসেজ বা মানবিক করিডোরের’ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে বাংলাদেশ। সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে হচ্ছে নানা আলোচনা। অনেকেই এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। যা নিয়ে এবার সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ নিয়ে উঠা প্রশ্নের উত্তর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন শফিকুল আলম। যেখানে রাখাইনে মানবিক করিডোরের মাধ্যমে সাহায্য সরবরাহের বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সেই সঙ্গে জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সঙ্গে সরকার পরামর্শ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন