News71.com
 Bangladesh
 28 Apr 25, 11:01 PM
 112           
 0
 28 Apr 25, 11:01 PM

করিডোর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উচিত ছিল॥মির্জা ফখরুল

করিডোর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উচিত ছিল॥মির্জা ফখরুল

 

নিউজ ডেস্কঃ মিয়ানমারের বেসামরিক লোকজনের কাছে মানবিক করিডোর (হিউম্যান পেসেজ) দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে শেখ বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। বিএনপির মহাসচিব বলেন, গাজাতে এখন যুদ্ধ চলছে। সেখানে যাওয়া যায়না৷ কিন্তু জাতিসংঘ থেকে সেখানে খাবার ঔষুধ পাঠাতে হলে জর্ডান থেকে অথবা মিশর থেকে রাস্তা তৈরি করে, ওদিক দিয়ে গাজাতে পাঠানো হচ্ছে। ভালো কথা, মানবিকতার দরকার আছে। আমার কথা হচ্ছে আজকে বাংলাদেশকে ওই জায়গাতে পৌঁছাতে হলো। যে বাংলাদেশকে একটা হিউম্যান পেসেজ (মানবিক করিডোর) দিতে হচ্ছে। এটা অনেক বড় সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতে এ অঞ্চলের শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিলো এ বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। তারা এটা না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে হিউম্যান পেসেজ (মানবিক করিডোর) তারা দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন