News71.com
 Bangladesh
 28 Apr 25, 10:50 PM
 91           
 0
 28 Apr 25, 10:50 PM

নির্বাচনের দাবিতে সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি॥

নির্বাচনের দাবিতে সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি॥

 

নিউজ ডেস্কঃ নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সকাল ৯টায় নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে যোগ দেবে বিএনপির প্রতিনিধিদল শায়রুল কবির খান আরও জানান, একই দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করবেন। এছাড়াও জামালপুর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার মতবিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন