News71.com
 Bangladesh
 27 Apr 25, 11:19 PM
 292           
 0
 27 Apr 25, 11:19 PM

জালিয়াতির অভিযোগে হাসিনা তনয়া পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ॥

জালিয়াতির অভিযোগে হাসিনা তনয়া পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ॥

নিউজ ডেস্কঃ প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দিয়েছেন আদালত।রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।দুদকের একটি সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চায় দুদক। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সেরেছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে দুদক।দুদক সূত্রটি জানায়, শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা পরিবারের সদস্যসহ প্রায় ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালতের কাছে আবেদন করবেন তদন্ত কর্মকর্তারা। এর আগে ১০ এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন