News71.com
 Bangladesh
 26 Apr 25, 01:15 PM
 99           
 0
 26 Apr 25, 01:15 PM

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত॥

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত॥

নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে মেদিনীপুর সীমান্তে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, বৈঠকে সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্তে হত্যা না হওয়া এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে।আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ান সীমান্তের জিরো লাইন ধরে ২.৫ কিলোমিটার পায়ে হেঁটে পরিদর্শন করেন।  এ সময় বিএসএফের পক্ষ থেকে কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমারসহ বারো সদস্যর একটি দল অংশ নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন