News71.com
 Bangladesh
 26 Apr 25, 10:37 AM
 139           
 0
 26 Apr 25, 10:37 AM

প্রাথমিক শিক্ষকদের জন্য অধিদপ্তরের জরুরি বার্তা॥

প্রাথমিক শিক্ষকদের জন্য অধিদপ্তরের জরুরি বার্তা॥

নিউজ ডেস্ক: বিভিন্ন এলাকায় ‘বদলির প্রলোভন’ দেখিয়ে প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে ঘুস নেওয়া চক্র থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ বার্তা দেওয়া হয়। অধিদপ্তরের ওই বার্তায় বলা হয়, ‘এটি একটি প্রতারক চক্রের কাজ, যারা অসৎ উদ্দেশ্যে বিশাল অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক বদলি সংক্রান্ত কার্যক্রম প্রশাসন বিভাগের আওতাভুক্ত নয়। সকল শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের এমন প্রতারণামূলক যোগাযোগের বিষয়ে সতর্ক থাকতে বলা হলো।

এ ধরনের প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বার্তায় বলা হয়েছে, কেউ প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অধিদপ্তর আরও জানিয়েছে, ০১৯৭৯৯১৭৫৬৮ নম্বর থেকে একজন ব্যক্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পরিচয়ে ফোন করে ২০ এর কম শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য ৩০ হাজার টাকা দাবি করছেন। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই নম্বরটি অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করেন না এবং এই ধরনের কার্যক্রমের সঙ্গে প্রশাসন বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন