News71.com
 Bangladesh
 26 Apr 25, 12:07 AM
 103           
 0
 26 Apr 25, 12:07 AM

প্রয়াত ক‍্যাথলিক ধর্মীয় গুরুর শেষকৃত্যে যোগদিতে রোম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা॥

প্রয়াত ক‍্যাথলিক ধর্মীয় গুরুর শেষকৃত্যে যোগদিতে রোম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা॥

নিউজ ডেস্ক: পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ইতালির রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টায় রোম শহরে পৌঁছান তিনি।এর আগে, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে ইতালির উদ্দেশে কাতার ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন। ইতালি পৌঁছানোর এক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময়) সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন। ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল, তার পরম শ্রদ্ধেয় কার্ডিনাল মাউরো গাম্বেত্তি, সেন্ট পিটার্স স্কয়ারে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাবেন। শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন। প্রধান উপদেষ্টা রোববার সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে রওনা হবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন