
নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অধিভুক্ত সরকারি সাত কলেজের ‘সম্মানজনক পৃথকীকরণের’ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত চলতি বছরের পঞ্চম সিন্ডিকেট সভায় পৃথকীকরণের এ অনুমোদন দেওয়া হয়। এদিন বিকাল ৫টায় শুরু হওয়া সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সিন্ডিকেট সভা শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহম্মদ সাংবাদিকদের এ তথ্য জানান।