News71.com
 Bangladesh
 25 Apr 25, 12:08 PM
 98           
 0
 25 Apr 25, 12:08 PM

প্রবাসীদের অবদানেই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি॥প্রধান উপদেষ্টা

প্রবাসীদের অবদানেই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি॥প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক: প্রবাসীদের অকুণ্ঠ সহযোগিতায় দেশের ভঙ্গুর অর্থনীতি এখন অনেকটাই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বাসস সূত্রে এ তথ্য জানা গেছে।প্রবাসীদের উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা আজ যে অবস্থানে দাঁড়াতে পেরেছি, তার পেছনে আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। আপনারা পাশে না থাকলে পুনরুদ্ধার সম্ভব হতো না। আপনারা কখনও ভাববেন না যে আপনারা দেশের বাইরে আছেন—আপনারা আমাদের অংশ। প্রবাসীদের বিমানবন্দর-সেবার বিষয়ে তিনি জানান, প্রবাসীদের জন্য বিমানবন্দরে ভিআইপি মর্যাদায় সেবা নিশ্চিত করা হবে। যেন দেশে আগমন ও গমন হয় শান্তিপূর্ণ ও আনন্দময়। ব্যবসায়ীদের পক্ষ থেকে বিমানে পণ্য পরিবহনের কার্গো ভাড়া কমানোর দাবি তোলা হলে প্রধান উপদেষ্টা জানান, কার্গো পরিবহণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভাড়া কমানোসহ ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর ব্যবহার করে সহজে পণ্য পরিবহনের পথ খোঁজা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন