
নিউজ ডেস্ক: পঞ্চম সংশোধনীর আগের সংবিধান পুনর্বহাল চেয়েছে বিএনপি।রোববার (২০ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সালাহউদ্দিন আহমেদ বলেন, পঞ্চম সংশোধনীর পূর্ব অবস্থার সংবিধান চায় বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তনের কোনো যৌক্তিক কারণ দেখছি না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশই থাকবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় আসার পর ১৯৭৯ সালের ৬ এপ্রিলে জাতীয় সংসদে সংবিধানের পঞ্চম সংশোধনী উত্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। এই সংশোধনীতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ১৯৭৯ সালের ৫ এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হয়। ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের সময় সুপ্রিম কোর্ট এই সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন।