News71.com
 Bangladesh
 20 Apr 25, 02:32 PM
 184           
 0
 20 Apr 25, 02:32 PM

পরমাণু শক্তি কমিশনে আড়াই হাজার কর্মীর দুই মাস ধরে বেতন-ভাতা বন্ধ॥

পরমাণু শক্তি কমিশনে আড়াই হাজার কর্মীর দুই মাস ধরে বেতন-ভাতা বন্ধ॥

নিউজ ডেস্ক: পরমাণু শক্তি কমিশনের ৬শ বিজ্ঞানীসহ ২৫শ কর্মকর্তা-কর্মচারী দুই মাস ধরে বেতন-ভাতা প্রদান বন্ধ রয়েছে। বিগত ঈদ-উল-ফিতরে তারা বেতন-ভাতা পাননি। এতে তাদের পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ।  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ে ভারতীয় একটি প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যারের মাধ্যমে বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয়। এতে বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকার পাশাপাশি প্রত্যেকের পরিবারের জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট দফতরের আয়-ব্যয়, আমদানি-রফতানি, বিভিন্ন দেশের সাথে চুক্তি সব কিছু এই সফটওয়ারে দিতে হয়। এই সফটওয়ারটি নিয়ন্ত্রণ হয়ে থাকে  ভারতের চেন্নাই থেকে। বিজ্ঞানীদের অভিযোগ, এই সফটওয়ারের মাধ্যমে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার রীতিনীতি মেনে পরমাণু প্রযুক্তি সংক্রান্ত বিশেষায়িত গবেষণা ও সেবা কার্যক্রম পরিচালনা করলে কোন গোপনীয়তাই থাকবে না। কমিশনের কর্মকর্তারা দ্বিমত পোষণ করায় গত দুই মাস তাদের বেতন বন্ধ করে দেয়া হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন