News71.com
 Bangladesh
 20 Apr 25, 02:32 PM
 94           
 0
 20 Apr 25, 02:32 PM

নোবিপ্রবির সঙ্গে তুরস্কের বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর॥

নোবিপ্রবির সঙ্গে তুরস্কের বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর॥

 

 

 

নিউজ ডেস্ক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের আঙ্কারা ইয়েলদেরেম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। আঙ্কারা ইয়েলদেরেম বায়েজিদ বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে এক নোবিপ্রবির পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।  শনিবার বিকেলে নোবিপ্রবির তথ্য ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (১৮ এপ্রিল) এ সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাক্ষরিত এ সমঝোতা স্বারক এর আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্টুডেন্ট ও ফ্যাকাল্টি একচেঞ্জ, আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট শিক্ষার্থী একচেঞ্জ, এমএস ও পিএইচডি শিক্ষার্থী জয়েন্ট সুপারভিশন, এনার্জি টেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং একচেঞ্জ, একাডেমিক ও ইনফরমেশন ম্যাটেরিয়ালস একচেঞ্জ, যৌথ গবেষণা ও কনফারেন্স চালু এবং ভাষা কোর্স চালুর সুবিধাসমূহ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন