News71.com
 Bangladesh
 20 Apr 25, 02:31 PM
 121           
 0
 20 Apr 25, 02:31 PM

আজ থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ॥

আজ থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ॥

নিউজ ডেস্ক: বিচারক-সংকট না থাকায় দীর্ঘদিন পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গঠন করা হয়েছে দুটি বেঞ্চ। রোববার থেকে এই দুটি বেঞ্চে বিচারকাজ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আপিল বিভাগে বিচারাধীন মামলা শুনানি ও নিষ্পত্তিতে দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন। পুনর্গঠিত এই দুটি বেঞ্চের একটি বেঞ্চের নেতৃত্বে থাকবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অন্যটিতে নেতৃত্ব দেবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মো. আশফাকুল ইসলাম। এদিকে আজ রবিবার খুলছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে হাইকোর্টের ৪৮টি বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্টের পাশাপাশি আপিল বিভাগের মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন বিচার বিভাগের অভিভাবক প্রধান বিচারপতি। আপিল বিভাগের এক নম্বর বেঞ্চের নেতৃত্বে থাকবেন আপিল বিভাগের আরেক জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এই বেঞ্চে থাকছেন আপিল বিভাগের বিচারক বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।এদিকে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের দুই নম্বর বেঞ্চে থাকছেন বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন