News71.com
 Bangladesh
 19 Apr 25, 06:30 PM
 125           
 0
 19 Apr 25, 06:30 PM

সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন দেবে আজ॥

সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন দেবে আজ॥

নিউজ ডেস্ক: নারী বিষয়ক সংস্কার কমিশন আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে । শুক্রবার (১৯ এপ্রিল) রাতে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি এ তথ্য জানান। তিনি জানান, প্রতিবেদন জমা দেওয়ার পর বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদন সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে। সংবাদ সম্মেলন হবে বিকেল সাড়ে পাঁচটায়। এর আগে গত ১৮ নভেম্বর নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ও মানবাধিকারকর্মী শিরীন পারভিন হককে প্রধান করে ১০ সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন