
নিউজ ডেস্ক: ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ–মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর রেলগেটসংলগ্ন কসাইবাড়ি থেকে বিমানবন্দর মহাসড়ক পর্যন্ত এ বিক্ষোভ–মিছিল করা হয়। ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ–মিছিলটি করা হয়। বিক্ষোভ–মিছিলের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ওই ভিডিওতে দেখা যায়, উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া নেতৃত্ব দিচ্ছেন।