News71.com
 Bangladesh
 17 Apr 25, 08:38 PM
 192           
 0
 17 Apr 25, 08:38 PM

ভ্রমণ করের টাকা যাত্রীদের সরাসরি সরকারি কোষাগারে জমা দিতে হবে॥এনবিআর চেয়ারম্যান

ভ্রমণ করের টাকা যাত্রীদের সরাসরি সরকারি কোষাগারে জমা দিতে হবে॥এনবিআর চেয়ারম্যান

নিউজ ডেস্ক: যাত্রীদের ট্রাভেল কর এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের টিকিটের দামের সঙ্গে যোগ করে নিয়ে নেয়। কিন্তু আগামীতে যাত্রীদের ট্রাভেল ট্যাক্সের টাকা যাত্রী নিজেই দেবে। তারা কর দিয়ে চালান নেবে। সেই করের চালান দেখিয়ে ট্রাভেল করতে হবে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব বোর্ড ভবনে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান মো আবদুর রহমান খান।

তিনি বলেন, এ ট্রাভেল ট্যাক্স এয়ারলাইন কোম্পানিগুলো টিকিটের মূল্যের সাথে সংগ্রহ করে। কিন্তু কখনও কখনও কোম্পানিগুলো এই টাকা সরকারের কোষাগারে জমা দেয় না বা কোম্পানি দেউলিয়া হয়ে যায় বা তারা ব্যবসা বন্ধ করে চলে যায়।। তাই আমরা চাচ্ছি যাত্রীদের ট্রাভেল ট্যাক্স যাত্রী নিজে দিবে। তারা টাকা জমা দিয়ে চালান নিবে এবং সেটা দেখিয়ে চলে যাবে। এছাড়াও উপস্থিত ব্যবসায়ী সংগঠনের নেতারা ব্যবসা সহজীকরণের বিষয়ে বিভিন্ন দাবি জানান। এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এওএবি) জেট ফুয়েলের উপর আমদানি শুল্ক ও মূসক অব্যাহতি, উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রপাতির উপর কর হ্রাসের প্রস্তাব করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন