
নিউজ ডেস্ক: বায়ুদূষণে আজ আবার শীর্ষে রাজধানী ঢাকা। টানা বেশ কয়েক দিন রাজধানী শহরের বাতাস সহনীয় পর্যায়ে থাকলেও গত রোববার থেকে অবনতি হতে শুরু করে বায়ুমান। আজ বৃহস্পতিবার বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী বায়ুমান ১৮৬ নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে ঢাকা। গতকাল বুধবার ঢাকার বায়ুমান ছিল ১২৯। দূষিত শহরের তালিকায় অবস্থান ছিল ১০। এর আগের দিন মঙ্গলবার ১১৫ বায়ুমান নিয়ে ঢাকার অবস্থান ছিল ২০তম।
আজ দূষিত বায়ুর শহরের তালিকায় বাংলাদেশ ছাড়া শীর্ষে পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে—সেনেগালের ডাকার (১৭৪), নেপালের কাঠমান্ডু (১৭০), ভিয়েতনামের হ্যানয় (১৫৭) ও চীনের বেইজিং(১৫৩)।বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।