News71.com
 Bangladesh
 16 Apr 25, 04:13 PM
 119           
 0
 16 Apr 25, 04:13 PM

সাবেক সিআইডি প্রধানের বিরুদ্ধে ৪ কোটি টাকা জোর করে আদায়ের অভিযোগ॥

সাবেক সিআইডি প্রধানের বিরুদ্ধে ৪ কোটি টাকা জোর করে আদায়ের অভিযোগ॥

 

নিউজ ডেস্ক: সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ৪ কোটি টাকা জোর করে আদায়ের অভিযোগ করেছেন মেডিকো কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা জোবাইদুর রহমান জনি। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জোবাইদুর রহমান জনি বলেন, আমার নামে মেডিক্যাল কলেজে ভর্তি জালিয়াতির ব্যাপারে থানায় কোনো জিডি এবং মামলা নেই। এমনকি আমাকে যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, সেটার এজাহারেও আমার নাম ছিল না। তাহলে কোন আইনে তারা আমাকে গ্রেপ্তার করেছে। আমাকে তুলে নেওয়ার সময় কোনো ওয়ারেন্টও দেখাতে পারেনি। তিনি বলেন, কোনো তদন্ত ছাড়া ২০২৩ সালের ২ আগস্ট আমার নিজ বাসা থেকে সকাল সাড়ে ৬টায় সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে যায়। তারপর আমাকে সিআইডির প্রধান কার্যালয়ে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় শারীরিক নির্যাতন করা হয়। এরপর জোরপূর্বক বিভিন্ন মেডিক্যাল কলেজ ও শিক্ষার্থীদের নাম লেখানো হয়। পরবর্তী নামগুলো ভিডিওতে আমাকে দিয়ে বলিয়ে নেওয়া হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন