News71.com
 Bangladesh
 16 Apr 25, 03:53 PM
 132           
 0
 16 Apr 25, 03:53 PM

হামদদের্র বিক্রয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

হামদদের্র বিক্রয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

খবর বিজ্ঞপ্তি : ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫: হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয় মিলনায়তনে বিক্রয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিপণন কর্মকর্তা নূর মোহাম্মদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন এবং পরিচালক মার্কেটিং (অ.দা.) অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও মানবতার বাতিঘর ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি বলেন, "হামদর্দ একটি পরিবার, সবাই মিলে একযোগে আন্তরিকতার সঙ্গে কাজ করলে সফলতা নিশ্চিতভাবে অর্জিত হবে।"

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, উপ-পরিচালক বিপণন ডা. তৈমুর চৌধুরী, এবং উপ-পরিচালক বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স আবু জাফর সাদেক।

বক্তারা তাদের বক্তব্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রমে গতিশীলতা এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভায় সর্বোচ্চ রুহ্ আফজা বিক্রয়ের জন্য তিনজন প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়। বিক্রয় টিমের সাফল্যকে স্বীকৃতি দিয়ে সকলকে ধন্যবাদ জানান বক্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন