News71.com
 Bangladesh
 16 Apr 25, 12:02 AM
 148           
 0
 16 Apr 25, 12:02 AM

আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট আবার চালু॥বেড়েছে সরবরাহ

আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট আবার চালু॥বেড়েছে সরবরাহ

নিউজ ডেস্ক: ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় গত শুক্রবার রাতে। এর ১৭ ঘণ্টা পর শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় প্রথম ইউনিট থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা তিনটায় দ্বিতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এতে বেড়েছে বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি), বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও আদানি গ্রুপের তিনজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে বিদ্যুৎকেন্দ্রটিতে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রথম ইউনিট থেকে ৭৩৮ মেগাওয়াট ও দ্বিতীয় ইউনিট থেকে ৬৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন