
নিউজ ডেস্ক: শিল্প খাতে গ্যাসের নতুন দরের ঘোষণা আসছে আজ রোববার (১৩ এপ্রিল)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকালে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য কাঠামো প্রকাশ করবে বলে জানা গেছে। বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকা হারে বিল পরিশোধ করছে। বিইআরসি জানিয়েছে, যারা ইতিমধ্যে গ্যাস সংযোগ পেয়েছে, তারা আগের নির্ধারিত এই দরেই গ্যাস পাবে। তবে নতুন সংযোগপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য গ্যাসের মূল্য ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হতে পারে বলে আলোচনা রয়েছে। পেট্রোবাংলা এর আগেই প্রস্তাব দিয়েছিল- বিদ্যমান গ্রাহকদের (শিল্প ও ক্যাপটিভ) জন্য দাম যথাক্রমে ৩০ ও ৩১ দশমিক ৭৫ টাকা অপরিবর্তিত রেখে, নতুন সংযোগপ্রাপ্ত ও প্রতিশ্রুত (যাদের সংযোগ অনুমোদিত হয়েছে) গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য বাড়ানো হোক।