News71.com
 Bangladesh
 12 Apr 25, 12:28 PM
 168           
 0
 12 Apr 25, 12:28 PM

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন পুলিশের সাবেক আইজি ময়নুল॥

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন পুলিশের সাবেক আইজি ময়নুল॥

নিউজ ডেস্ক: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ১০ এপ্রিল থেকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। যাবতীয় সুবিধাসহ তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিত করে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ময়নুলকে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র নিয়ে নির্ধারণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন