News71.com
 Bangladesh
 10 Apr 25, 08:46 AM
 96           
 0
 10 Apr 25, 08:46 AM

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ॥

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ॥

নিউজ ডেস্ক: ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল)। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হবে ১৩ মে। আর ব্যবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষা শুরুর দিন ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধে ব্যবস্থা নেবে সরকার। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, এরমধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন