News71.com
 Bangladesh
 10 Apr 25, 08:46 AM
 102           
 0
 10 Apr 25, 08:46 AM

বাংলাদেশসহ বিশ্বের ৭৫ দেশের উপর আরোপিত শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন॥

বাংলাদেশসহ বিশ্বের ৭৫ দেশের উপর আরোপিত শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন॥

নিউজ ডেস্ক: বিশ্বের ৭৫টিরও বেশি দেশের ওপর পারস্পরিক বা পাল্টা শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় রয়েছে বাংলাদেশও। আর বাংলাদেশের ওপর পারস্পরিক শুল্ক কার্যকর স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রধান উপদেষ্টা লিখেছেন, “শুল্ক কার্যকর ৯০ দিন স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহায়তা করতে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ অব্যাহত রাখব।”এদিকে চীন বাদে যেসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো ৯০ দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। বাংলাদেশের ওপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি। বুধবার তিনি এ ঘোষণা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন