News71.com
 Bangladesh
 08 Apr 25, 09:53 AM
 194           
 0
 08 Apr 25, 09:53 AM

দেশে ভাঙচুর-লুটপাটে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা হবে॥আইজিপি

দেশে ভাঙচুর-লুটপাটে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা হবে॥আইজিপি

নিউজ ডেস্ক: পুলিশের আইজিপি বাহারুল আলম সিলেটসহ ও দেশের বিভিন্ন শহরে দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। সোমবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।  বিবৃতিতে আইজিপি বলেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং অবিলম্বে গ্রেফতার করা হবে। পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে। 

আইজিপি আরও বলেন, সরকার কোনো আইনি প্রতিবাদে বাধা দেয় না। তবে প্রতিবাদের আড়ালে কোনো অপরাধ বরদাস্ত করব না।এদিকে এক বিবৃতিতে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের একটি গন্তব্য হিসেবে প্রদর্শন করার জন্য একটি শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখনই এমন দৃষ্টান্ত স্থাপন করতে দেখা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন