News71.com
 Bangladesh
 07 Apr 25, 07:11 PM
 170           
 0
 07 Apr 25, 07:11 PM

বাড়তি শুল্ক ৩ মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে চিঠি॥

বাড়তি শুল্ক ৩ মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে চিঠি॥

 

 

 

নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপের সিদ্ধান্তটি অন্তত ৯০ দিন স্থগিত রাখার অনুরোধ জানান, যাতে উভয় দেশের বাণিজ্য সুবিধা নিশ্চিত হয়।

 

আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। অধ্যাপক ইউনূস তাঁর চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশ্চিত করেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক লক্ষ্যপূরণে সর্বাত্মক সহযোগিতা করতে দৃঢ়প্রতিজ্ঞ।গত শনিবার বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চল ও দেশে পাল্টা শুল্ক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার থেকেই সব আমদানি পণ্যে ১০ শতাংশ বেসলাইন শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা শুল্ক আগামী বুধবার থেকে কার্যকর করার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন