News71.com
 Bangladesh
 07 Apr 25, 06:35 PM
 101           
 0
 07 Apr 25, 06:35 PM

ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন।

ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন।

খবর বিজ্ঞপ্তি: ৭ এপ্রিল ২০২৫, রোববার, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের সিনিয়র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন, অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুনকে হামদর্দ মার্কেটিং বিভাগের পরিচালক (অ.দা.) এর দায়িত্ব গ্রহণের প্রেক্ষিতে হামদর্দ মার্কেটিং বিভাগের কর্মকর্তা কর্মচারীরা ফুলেল সংবর্ধনা প্রদান করেন।

এ সময় অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন তার বক্তব্যে সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা সবাই একসাথে কাজ করলে, আমাদের লক্ষ্য অর্জন করতে পারব। আমাদের প্রতিটি পদক্ষেপে সততা এবং দায়িত্বশীলতার প্রতিফলন ঘটবে।”

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের মাননীয় চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“ ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সততা ও ত্যাগের আদর্শকে কাজে লাগিয়ে হামদর্দকে এগিয়ে নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন