News71.com
 Bangladesh
 06 Apr 25, 04:57 PM
 127           
 0
 06 Apr 25, 04:57 PM

রাজস্বে জিডিপির অনুপাত কমিয়ে করের আওতা বাড়াতে হবে॥ অর্থ উপদেষ্টা

রাজস্বে জিডিপির অনুপাত কমিয়ে করের আওতা বাড়াতে হবে॥ অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, রেভিনিউতে আমাদের লিকেজ আছে।সেটা কমাতে হবে। জিডিপির রেশিও কমাতে হবে। ট্যাক্সনেট (করের আওতা) বাড়াতে হবে। রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আইএমএফ কী চায় এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আইএমএফ-এর মূল কনসার্ন হলো রেভিনিউ জেনারেট ও বাজেটের আকার কত হবে, ডেফিসিট কত হবে, আপাতত এসব নিয়ে আলাপ হয়েছে। এসব নিয়ে আরও আলাপ হবে। বাংলাদেশের লোন রেভুলেশন নিয়ে কথা হয়েছে। খারাপ লোনগুলো কীভাবে কী হবে, সেটা নিয়ে একটি আইন করেছি, সেসব বিষয় নিয়ে কথা হয়েছে। উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাতের শৃঙ্খলা যেন কোনোভাবে বিঘ্ন না হয়, সেসব বিষয় নিয়ে কথা হয়েছে। কোন কোন খাতে রেভিনিউ বাড়ানো হবে, সেসব নিয়েও কথা হয়েছে। এসব বিষয় নিয়ে তারা (আইএমএফ) আবারও বসবে, তখন বিস্তারিত জানতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন