News71.com
 Bangladesh
 05 Apr 25, 10:28 AM
 161           
 0
 05 Apr 25, 10:28 AM

বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা॥

বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা॥

নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ষষ্ঠ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগদানে দুই দিনের থাইল্যান্ড সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শুক্রবার রাত ১০ টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ব্যাংককে তার সংক্ষিপ্ত সফরের সময়, অধ্যাপক ইউনূস গতকাল বৃহস্পতিবার বিমসটেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামেও বক্তব্য রাখেন।  তিনি শুক্রবার বিমসটেক শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়ে সদস্য দেশগুলোকে পারস্পরিক স্বার্থ এবং ভাগাভাগি করে লাভবান হওয়ার জন্য একসাথে কাজ করার আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন