News71.com
 Bangladesh
 02 Apr 25, 10:24 PM
 149           
 0
 02 Apr 25, 10:24 PM

দ্রুততম সময়ের মধ্যে রাজধানীর থানাগুলো নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে॥স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্রুততম সময়ের মধ্যে রাজধানীর থানাগুলো নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে॥স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক: জনদুর্ভোগ নিরসন ও থানার সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে রাজধানীর থানাগুলো নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২ এপ্রিল) ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারাসহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ সব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, রাজধানীর বেশ কয়েকটি থানা ভাড়া ভবনে কার্যক্রম চালাচ্ছে। এর ফলে একদিকে যেমন জনগণের সমস্যা হচ্ছে, অন্যদিকে থানাগুলোও কাঙ্ক্ষিত মানের সেবা দিতে পারছে না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব থানাগুলোকে নিজস্ব জায়গায় ভবন নির্মাণপূর্বক স্থানান্তরের চেষ্টা করছি। ভালো জায়গায় থানা হলে জনগণের যেমন সুবিধা হবে, তেমনি থানাগুলো আরও সক্রিয় হবে ও কার্যক্রম চালাতে সুবিধা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ঈদে সবাই ছুটিতে থাকলেও একমাত্র আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। জনগণের জানমাল রক্ষাসহ সার্বিক নিরাপত্তা বিধানে তারা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন