News71.com
 Bangladesh
 02 Apr 25, 11:37 AM
 181           
 0
 02 Apr 25, 11:37 AM

বাংলাদেশে ইসলামী উগ্রপন্থার উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন॥বিভ্রান্তিকর বলল সরকার

বাংলাদেশে ইসলামী উগ্রপন্থার উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন॥বিভ্রান্তিকর বলল সরকার

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখন তার গণতন্ত্র পুনর্গঠন এবং দেশের সাড়ে ১৭ কোটি মানুষের জন্য একটি নতুন ভবিষ্যৎ তৈরির চেষ্টা করছে, তখন দেশের ধর্মনিরপেক্ষ মুখোশের আড়ালে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা ইসলামী চরমপন্থার ধারাটি ফুটে উঠছে। নারীর শরীরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্যাপারটি শুরু করে ইসলামী উগ্রপন্থীরা। আজ মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। তবে এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক পেজে বলা হয়, একতরফা দৃষ্টিভঙ্গি ও ভুল চিত্র তুলে ধরে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর ও একপক্ষীয় নেতিবাচক ধারণা তৈরি করছে।

নিউইয়র্ক টাইমসের প্রকাশিত ঐ প্রতিবেদনে আরও বলা হয়েছে সম্প্রতি রাজধানী ঢাকায় এক সমাবেশে বিক্ষোভকারীরা সতর্ক করে বলেছেন, ইসলাম ধর্মকে অবমাননা করে এমন কাউকে সরকার যদি মৃত্যুদণ্ড না দেয়, তাহলে তারা নিজের হাতেই মৃত্যুদণ্ড কার্যকর করবে। এর কয়েকদিন পর একটি নিষিদ্ধ গোষ্ঠী ইসলামী খেলাফতের দাবিতে বিশাল মিছিল করে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন