News71.com
 Bangladesh
 28 Mar 25, 05:22 PM
 116           
 0
 28 Mar 25, 05:22 PM

চাঁদাবাজির দায়ে কুমিল্লায় ওসিসহ বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে মামলা॥

চাঁদাবাজির দায়ে কুমিল্লায় ওসিসহ বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে মামলা॥

নিউজ ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে চাঁদাবাজি ও থানায় ভাঙচুরের ঘটনায় শ্রমিক দলের নেতাকে গ্রেপ্তার ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার পর এবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে গ্রেপ্তার শ্রমিক দলের নেতা আবুল কালামের ভাই মেহেদী হাসান বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের আদালতে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আবদুর রাজ্জাক। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় মুরাদনগর থানার ওসি মো. জাহিদুর রহমানকে ১ নম্বর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক উবায়দুল হক সিদ্দিকীকে ২ নম্বর আসামি করা হয়েছে। তারা ছাড়াও মামলায় ২৫ জনকে আসামি করা হয়েছে। বাকিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা-কর্মী। মামলায় এক নম্বর সাক্ষী করা হয়েছে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আবুল কালামকে।ওই মামলার বাদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবুল ফয়সালকে ২৩ নম্বর আসামি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন