
নিউজ ডেস্ক: ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১২ দিন সিলেটের স্থলবন্দরগুলো দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৭ এপ্রিল থেকে পুনরায় শুরু হবে আমদানি-রফতানি কার্যক্রম। জেলা পাথর আমদানিকারক গ্রুপের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি শেওলা, সুতারকান্দি, ভোলাগঞ্জ ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকবে। সবকটি বন্দরের সঙ্গে মিল রেখে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ৭ এপ্রিল থেকে পুনরায় চলবে বন্দরের কার্যক্রম।’