News71.com
 Bangladesh
 25 Mar 25, 11:23 AM
 132           
 0
 25 Mar 25, 11:23 AM

কক্সবাজারের রোহিঙ্গাদের জন্য ১০০ কোটি ডলার সাহায্য চাইল জাতিসংঘ॥

কক্সবাজারের রোহিঙ্গাদের জন্য ১০০ কোটি ডলার সাহায্য চাইল জাতিসংঘ॥

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা শরণার্থী ও তাদের নিয়ে কাজ করা সংশ্লিষ্ট গোষ্ঠীর জন্য প্রায় ১০০ কোটি ডলারের জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘ। আজ সোমবার প্রকাশিত জাতিসংঘের ২০২৫-২৬ সালের যৌথ কর্মপরিকল্পনায় (জেআরপি) এ সহায়তার কথা উল্লেখ করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিকল্পনা বাস্তবায়নে ১০০টির বেশি সংস্থা একসঙ্গে কাজ করবে। জাতিসংঘ প্রথম বছরে ৯৩৪.৫ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে, যা প্রায় ১৪.৮ মিলিয়ন মানুষকে সহায়তা করবে। বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের শরণার্থীশিবিরে বসবাস করছেন। তাঁদের বেশির ভাগই ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমনপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে।

জাতিসংঘের মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরে যাওয়ায় রোহিঙ্গাসংকট এখনো ‘অনুঘটকহীন’ অবস্থায় রয়েছে, তবে সহায়তার প্রয়োজনীয়তা আগের মতোই জরুরি। সম্প্রতি বৈশ্বিক সংকট ও আর্থিক সংকটের কারণে রোহিঙ্গাদের জন্য সহায়তা তহবিল হ্রাস পেয়েছে। বিশেষ করে, জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন যখন বিদেশি সাহায্য স্থগিত করার ঘোষণা দেয়। ফলে ইউএসএআইডির ৮৩ শতাংশ তহবিল বাতিল হয়ে গেছে এবং সংকট আরও গভীর হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন