
নিউজ ডেস্কঃ বকেয়া বেতন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবন অবরুদ্ধ করে রেখেছেন ভালুকার রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা। এতে তৈরি পোশাক মালিকদের সংগঠনটির অনেক কর্মকর্তা এদিন ভবনটিতে প্রবেশ করতে পারেননি। সোমবার (২৪ মার্চ) সকাল থেকে বিজিএমইএ ভবনের প্রধান ফটক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। তারা কর্মকর্তাদের ভেতরে প্রবেশ করতে দেননি। রাত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখার সময়েও শ্রমিকেরা ভবনটির সামনে রয়েছেন। জানা যায়, অর্থনৈতিক সংকটের কারণে ভালুকার রোর ফ্যাশন লিমিটেড গত জানুয়ারিতে লে-অফ ঘোষণা করা হয়। শ্রমিকদের দাবি, নভেম্বর ও ডিসেম্বর মাসে ৭০ লাখ টাকা পরিশোধ করা হলেও জানুয়ারির বেতন এবং লে-অফ ক্ষতিপূরণ এখনো বকেয়া। কারখানাটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে, যেখানে বর্তমানে এক হাজার ৩৭৬ জন শ্রমিক কাজ করেন।