News71.com
 Bangladesh
 24 Mar 25, 11:48 AM
 162           
 0
 24 Mar 25, 11:48 AM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রদবদল আসছে॥

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রদবদল আসছে॥


নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠন করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক পদে রদবদল আসছে। এ পদ থেকে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মো. মাজহারুল হককে সরিয়ে সাবেক পুলিশ সুপার আনসার উদ্দিন খান পাঠানকে আনা হচ্ছে। এরই মধ্যে মাজহারুল হককে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সেলের প্রধান নির্বাহী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যেই তদন্ত সংস্থার নতুন প্রধান সমন্বয়কের নিয়োগসংক্রান্ত সরকারি আদেশও জারি করা হবে। ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থা সূত্র বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, নতুন প্রধান সমন্বয়ক ছাড়াও আরও সাত-আটজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে তদন্ত সংস্থায়। সংস্থার কাজে গতি আনতে এবং গুরুত্বপূর্ণ আসামিদের দ্রুত গ্রেপ্তারে নতুন লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমানে তদন্ত সংস্থায় ২৩ জন তদন্ত কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন