News71.com
 Bangladesh
 18 Mar 25, 11:06 PM
 102           
 0
 18 Mar 25, 11:06 PM

আরসাপ্রধান আতাউল্লাহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার॥

আরসাপ্রধান আতাউল্লাহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার॥

 

নিউজ ডেস্কঃ মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৭ মার্চ) ভোরের দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।ছয়জনকেই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), সহযোগী মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। এরা সবাই মায়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন