
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচন করতে আরও এক বছর সময় প্রয়োজন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে পাঠানো চিঠিতে এ কথা উল্লেখ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কতিপয় সুপারিশের বিপরীতে নির্বাচন কমিশনের (ইসি) মতামত বা অভিমত প্রেরণ’ শিরোনামে এ সংক্রান্ত একটি চিঠি ঐকমত্য কমিশনের সহ-সভাপতির কাছে পাঠান ইসি সচিব আখতার আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ চার মাস নির্ধারিত করে এ মেয়াদকালে জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করার প্রস্তাবের বিষয়ে ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন করতে এক বছরের মতো সময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে না। অতীতে ধাপে ধাপে স্থানীয সরকারের সব নির্বাচন সম্পন্ন করতে গড়ে প্রায় এক বছর সময় লেগেছে।