
নিউজ ডেস্কঃ অনুপ্রবেশ ও মাদক পাচার প্রতিরোধে জরুরি ভিত্তিতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রয়োজন বলে মনে করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিজিবির মাসিক সমন্বয় সভার প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। জানতে চাইলে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নিয়ে ভাবা হচ্ছে। মাদক ও রোহিঙ্গা নাগরিকদের কীভাবে অনুপ্রবেশ ঠেকানো যায়, তা নিয়ে বিভিন্ন পন্থা বের করার চেষ্টা চলছে। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে পক্ষে-বিপক্ষে মত আছে। বিজিবির জানুয়ারির সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ প্রতিরোধ ও মাদক পাচার প্রতিরোধে জরুরি ভিত্তিতে কাঁটাতারের বেড়া নির্মাণ করা জরুরি। অনুপ্রবেশ রোধ ও আভিযানিক তৎপরতা বাড়াতে সীমান্ত সড়ক নির্মাণকাজ শুরুর পাশাপাশি আধুনিক নজরদারিব্যবস্থা স্থাপন ও হাইস্পিডবোট ও ফাস্ট ক্র্যাফট কেনা হয়েছে।