
নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে (৯ম থেকে ১২তম গ্রেডের) শূন্যপদের তথ্য চেয়ে মন্ত্রণালয়, বিভাগ এবং দফতর ও সংস্থাগুলোকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে শূন্যপদগুলোর তথ্য (ওয়ার্ড ফাইলসহ) পাঠাতে বলা হয়। শনিবার (১৫ মার্চ) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২৩’ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত সরকারের অনুমোদিত নন-ক্যাডার শূন্যপদের সংখ্যা প্রায় ১ লাখ ৭২ হাজার। এর মধ্যে ৪৩তম থেকে ৪৭তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার (৯ম-১২তম গ্রেড) ৬ হাজার ২৬৯টি পদে নিয়োগে এরই মধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) অধিযাচন পাঠানো হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২ ডিসেম্বরের একটি স্মারকে সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দফতর এবং সংস্থার শূন্যপদ পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হলেও গৃহীত পদক্ষেপ সন্তোষজনক মর্মে প্রতীয়মান হয় না।