News71.com
 Bangladesh
 15 Mar 25, 11:20 PM
 158           
 0
 15 Mar 25, 11:20 PM

হেল্প অ্যাপে দাখিলকৃত ঘটনা মামলার তথ্য হিসেবে গণ্য হবে॥ডিএমপি কমিশনার

হেল্প অ্যাপে দাখিলকৃত ঘটনা মামলার তথ্য হিসেবে গণ্য হবে॥ডিএমপি কমিশনার

 


নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর গণপরিবহনে সহিংসতার শিকার নারীদের সহায়তা করতে হ্যারেজমেন্ট ইলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প) নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। এ অ্যাপে দাখিলকৃত নারীর প্রতি সহিংসতার ঘটনা প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার (১৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের এক সেমিনার হলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার কর্তৃক আয়োজিত গণপরিবহনে নারীদের নিরাপত্তায় সহায়ক HELP (Harassment Elimination Literacy Program) অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশুদের ওপর যেকোন ধরনের সহিংসতা পীড়াদায়ক। অনেক ক্ষেত্রেই এসব ঘটনার শিকার ব্যক্তিরা তা আইনপ্রয়োগকারী সংস্থাকে অবহিত করতেও দ্বিধাবোধ করেন। তাছাড়া তাদের অভিভাবকেরা ও নানা কারণে ঘটনাগুলো গোপন রাখেন। গৃহকর্মীরা আমাদের সমাজে সবচেয়ে বেশি নিগৃহীত। অনেক সময় তারাও শ্লীলতাহানির শিকার হয়। সুনাগরিক হিসেবে গৃহকর্মীদের থাকার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের কর্তব্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন