News71.com
 Bangladesh
 15 Mar 25, 11:04 PM
 120           
 0
 15 Mar 25, 11:04 PM

গুতেরেসের সফর বাংলাদেশ বিরোধী মিথ্যাচার প্রতিহত করবে॥পররাষ্ট্র উপদেষ্টা

গুতেরেসের সফর বাংলাদেশ বিরোধী মিথ্যাচার প্রতিহত করবে॥পররাষ্ট্র উপদেষ্টা

 

নিউজ ডেস্কঃ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সফর বাংলাদেশবিরোধী যেকোনো ধরনের ‘মিথ্যা প্রচার ও অস্থিতিশীল করার চেষ্টাকে’ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশবিরোধী ভুয়া তথ্য প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর এই সফর যেকোনো ধরনের মিথ্যা প্রচার ও অস্থিতিশীল করার চেষ্টাকে প্রতিহত করবে। আজ শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মহাসচিব আরও প্রত্যক্ষ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় কী ধরনের উত্তরাধিকার পেয়েছে। তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপান্তরের জন্য সংস্কার প্রক্রিয়ার জটিলতাগুলো উপলব্ধি করেছেন। জাতিসংঘের পক্ষ থেকে এই সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, মহাসচিব বলেছেন, তিনি যা কিছু করতে পারেন, তাঁর সবকিছু দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সহায়তা করবেন এবং বাংলাদেশ ও এর জনগণের পাশে থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন