
নিউজ ডেস্কঃ ঈদ বোনাস, ২৫ ভাগ উৎপাদন বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের তেলিপাড়া এলাকায় ইস্মোগ সোয়েটার নামে একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এর জেরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন শ্রমিকরা। দীর্ঘ ভোগান্তির পর সড়ক ছাড়তে পোশাক শ্রমিকদের ৭ মিনিটের আল্টিমেটাম দেয় সেনাবাহিনী। পরে ১ মিনিটের মধ্যেই অবরোধ প্রত্যাহার করেন পোশাক শ্রমিকরা।
হ্যান্ড মাইকে এক সেনা কর্মকর্তা ঘোষণা করেন, আপনাদের দাবি-দাওয়া নিয়ে নেগোসিয়েশন চলছে, চলবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। ফ্যাক্টরির ভেতরে মালিক ও শ্রমিকের কোনো অমিল থাকলে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে। কিন্তু গতকালও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রেসপেক্টেড আইজিপিও সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিয়েছেন, কোনো রকম রোড ব্লক এখন থেকে গ্রাহ্য করা হবে না। রোডব্লক-জনভোগান্তি এক পানিশেবল ক্রাইম। এর জন্য আপনার যে কেউ সাজাপ্রাপ্ত হতে পারেন।