
নিউজ ডেস্কঃ ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের ১০ শতাংশের বেশি খেলাপি হলে লভ্যাংশ দিতে পারবে না। একইসঙ্গে নগদ জমা ও বিধিবদ্ধ জমায় ঘাটতির কারণে কোনো ব্যাংকের ওপর আরোপ করা দণ্ডসুদ বা জরিমানা অনাদায়ী থাকলেও লভ্যাংশ দিতে পারবে না।গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
লভ্যাংশ বিতরণের জন্য যে সব শর্ত মানতে হবে-
(১) ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা ২২ ও ধারা ২৪ এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এতদসংক্রান্ত নির্দেশনাসমূহের যথাযথ পরিপালন নিশ্চিত করতে হবে;
(২) কেবল বিবেচ্য পঞ্জিকাবষের্র মুনাফা হতে নগদ লভ্যাংশ প্রদান করা যাবে; পূর্বের পুঞ্জীভূত মুনাফা হতে কোনো নগদ লভ্যাংশ বিতরণ করা যাবে না;
(৩) CRR I SLR ঘাটতিজনিত আরোপিত দণ্ড-সুদ ও জরিমানা অনাদায়ী থাকা যাবে না;
(৪) ব্যাংকের শ্রেণিকৃত ঋণ ও বিনিয়োগের হার মোট ঋণ ও বিনিয়োগের সর্বোচ্চ ১০ শতাংশের অধিক হবে না;
(৫) ঋণ, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের বিপরীতে কোনো প্রকার সংস্থান ঘাটতি থাকা যাবে না;
(৬) প্রভিশন সংরক্ষণসহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংক হতে কোনো প্রকার Deferral সুবিধা গ্রহণ করা হলে প্রদত্ত Deferral সুবিধা বহাল থাকা অবস্থায় কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা করা যাবে না।
এ ছাড়া যে সব শর্ত সম্পূর্ণভাবে পালন করে ব্যাংকগুলো লভ্যাংশ প্রদান করতে পারবে। তবে সেগুলো ঘোষিত লভ্যাংশের পরিমাণ কোনোক্রমেই পরিশোধিত মূলধনের ৩০ শতাংশের অধিক হবে না।