
নিউজ ডেস্কঃ সৈয়দ মঞ্জুর এলাহীর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে টেলিফোনে দেশের গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আজই মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে। সৈয়দ মঞ্জুর এলাহী করপোরেট জগতে সফল উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। তিনি বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়ার ব্যবসায় প্রবেশ করেন। তাঁর হাত ধরেই বাংলাদেশের চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ ঘটে। বিশেষ করে বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতা রপ্তানির পথিকৃৎ ছিলেন তিনি। ১৯৭২ সালে তিনি ‘মঞ্জুর ইন্ডাস্ট্রিজ’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যা কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা করত। এরপর ১৯৭৬ সালে তিনি রাষ্ট্রমালিকানাধীন ‘ওরিয়েন্ট ট্যানারি’ ১২ লাখ ২২ হাজার টাকায় কিনে নেন এবং ‘অ্যাপেক্স ট্যানারি’ প্রতিষ্ঠা করেন। এর ১৪ বছর পর, অর্থাৎ ১৯৯০ সালে, তিনি প্রতিষ্ঠা করেন ‘অ্যাপেক্স ফুটওয়্যার’। বর্তমানে এটি দেশের শীর্ষস্থানীয় জুতা উৎপাদন ও রপ্তানি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।