News71.com
 Bangladesh
 12 Mar 25, 11:31 AM
 60           
 0
 12 Mar 25, 11:31 AM

প্রক্সি ভোটের সুযোগ দিতে চায় ইসি॥

প্রক্সি ভোটের সুযোগ দিতে চায় ইসি॥

 

নিউজ ডেস্কঃ প্রবাসীদের ভোটের সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রক্সিসহ তিন বিকল্প পদ্ধতির চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সেগুলো হচ্ছে পোস্টাল ব্যালট পদ্ধতি, অনলাইন পদ্ধতি এবং প্রক্সি ভোটিং। এর মধ্যে প্রক্সি পদ্ধতিতে গুরুত্ব দিচ্ছে কমিশন। তবে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান। তিনি বলেছেন, আগামী নির্বাচনে প্রবাসী ভোটারদের প্রত্যাশা পূরণ করতে চাইলে প্রক্সি ভোটের দিকে যেতে হবে।আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, তাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ১ কোটি ৩২ লাখ বাংলাদেশি প্রবাসে থাকেন। তাদের মধ্যে ৭০-৮০ ভাগ ভোটার। বিগত বছরগুলোতে প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাননি। বিদ্যমান পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকর নয়। এ অবস্থায় বিকল্প চিন্তা করছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন