
নিউজ ডেস্কঃ অবশেষে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘ ১৭ দিনের টানা আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। বুধবার (১২ মার্চ) থেকে এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি। সরকারের আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকরা। গতকাল মঙ্গলবার রাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. সেলিম মিঞা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম মিঞা বলেন, 'আমরা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও আন্দোলন চালিয়ে আসছিলাম। গত ১০ ফেব্রুয়ারি আমরা দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিই। কিন্তু সরকার সাড়া না দেওয়ায় ২৩ ফেব্রুয়ারি থেকে টানা ১৭ দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করি।'