
নিউজ ডেস্কঃ সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে সাভার ও ঢাকার বিভিন্ন ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে আমিনবাজারের পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ৪০০/১৩২ কেবি গ্রিড সাবস্টেশনে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সকাল ৭টা ১৫ মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়েছি। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।