News71.com
 Bangladesh
 11 Mar 25, 02:16 PM
 55           
 0
 11 Mar 25, 02:16 PM

জামালপুরে আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ॥ আহত ১১

জামালপুরে আইনজীবীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ॥ আহত ১১

 

নিউজ ডেস্কঃ জামালপুরে আইনজীবী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ১১ জন আহত হয়েছে। সোমবার(১০মার্চ) জামালপুর জেলা জজ আদালতে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরবেলা জেলা জজ আদালতে একটি ধর্ষণ মামলায় আসামিপক্ষের আইনজীবীরা ধর্ষণের ঘটনা মিথ্যা পরমানের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে জামালপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেয়। শুনানি শেষে আন্দোলনকারীরা আসামিপক্ষের আইনজীবী সমিতির সিনিয়র সহ- সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়াল ছাত্রদের সাথে কথা বলতে গেলে তারা আইনজীবীদের ওপর চড়াও হলে এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে আইনজীবীরা ইমন ও ইশান নামে দুই শিক্ষার্থীকে আটকিয়ে রাখেন। পরে পুলিশ এসে তাদের নিরাপদে আদালত থেকে বের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন